স্বপ্নের রাজবাড়ী ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ
- Update Time : ০৮:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“আমরা গড়বো রাজবাড়ী” ও “শুভ কাজে সবার পাশে” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির আওতায় রাজবাড়ীর শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা ও মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র যৌথ আয়োজনে এবং শুভসংঘের অন্যতম সদস্য নাজমুল আলমের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
বুধবার বিকালে জেলা শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী শাখার উপদেষ্ঠা ও রাজবাড়ী সরকারী কলেজের সহযোগি অধ্যাপক আশরাফ হোসেন খান, সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছরিন সুলতানা, জেলা শহরের অংকুর স্কাল এ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, জেলা শুভ সংঘের সহ-সম্পাদক হাফিজুর রহমান, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি গোলাম মওলা টোকস, শুভসংঘের সদস্য শারমিন রেজা লোটাস, মৌসুমি সাথি, শ্রীপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা বেগম, মোমেনা খাতুন, মনিরা পারভীন, গুলশান আরা খাতুন, সুমা রানী রায়, সেলিনা আক্তার প্রমুখ।
সে সময় এলাকার গন্যমান্য ব্যক্তিসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উপস্থাপনায় ছিলেন, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মিতা ও নাসরিন আক্তার।
পরে আগত শিক্ষার্থীদের হাতে আম ও লেবু গাছের চারা তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়