রাজবাড়ীতে পুলিশের উপর হামলা ও ককটেল উদ্ধারের মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

- Update Time : ১০:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ১০৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পুলিশের উপর হামলা ও ককটেল উদ্ধারের ঘটনায় বিএনপি নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও চরবেনিনগর মাছেঘাটা গ্রামের মনি মৃধার ছেলে লিটন মৃধা। এদের দুই জনকে পুলিশের উপর হামলা ও ককটেল উদ্ধারের মামলায় এবং রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার মাহমুদকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, সোমবার সকালে তাদেরকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, পুলিশ সদস্যদের গুলিতে ব্রাক্ষণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়ার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ গত ২০ নভেম্বর বিকালে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়। পরে বিএনপি অফিসের পাশ থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সেলিম বাদী হয়ে ১৪জনকে আসামী করে মামলা দায়ের করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়