সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ দু’বাড়ি জব্দের আদেশ

- Update Time : ০৮:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের উত্তরা মডেল টাউনের ৫ কাঠা জমির উপর নির্মিত ছয় তলা বাড়ি ও রাজবাড়ীতে ৩ তলা বাড়িসহ ৮০ দশমিক ৩৫ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান থাকায় আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোজাম্মিল হোসেন আজ এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত পূর্বক জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি ঢাকা ও রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্তকালে এই পর্যন্ত তার স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ১৮ ধারার বিধান মতে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়