গোয়ালন্দে ডিলারদের বিরুদ্ধে টিসিবি’র পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ

- Update Time : ১১:২০:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ডিলারদের বিরুদ্ধে টিসিবির পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ উঠেছে। গতকাল রোববার উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মাঠ চত্বরে উপকারভোগীদের টিসিবির পণ্যের সঙ্গে পচা পেঁয়াজও দেওয়া হয়।
জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জন্য কম দামে টিসিবির প্যাকেজ দেওয়া হয়। এর মধ্যে ৪৬৫ টাকার একটি প্যাকেজে দেওয়া হয় দুই কেজি ডাল, দুই লিটার তেল, এক কেজি চিনি ও তিন কেজি পেঁয়াজ। উপকারভোগীদের অভিযোগ, প্যাকেজে যে তিন কেজি পেঁয়াজ ডিলাররা তাদের দিচ্ছেন, তার সবই পচা।
টিসিবির পণ্য কিনতে আসা খালেক মণ্ডল বলেন, ‘৪৬৫ টাকা দিয়ে একটি প্যাকেজ কিনেছি। এতে দুই কেজি ডাল, এক কেজি চিনি, দুই লিটার তেল- এ তিনটি পণ্য ভালো হলেও তিন কেজি পেঁয়াজ একেবারেই পচা।’
উপকারভোগীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলার মেসার্স শাপলা ট্রেডার্সের মালিক রঞ্জন রাহা বলেন, ‘টেকের হাট টিসিবির অফিস থেকে পচা পেঁয়াজ দেওয়া হয়েছে। এরপর আমরা আবার প্যাকেট করে রেখেছি সে কারণে একটু পচে গেছে। আজ এক হাজার ৫৫০ জনকে টিসিবির পণ্য দিচ্ছি। আমি এখন ব্যস্ত, পরে কথা হবে।’
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, ‘টিসিবির প্যাকেজে পচা পেঁয়াজ বিক্রির বিষয়টি আমার নজরে এসেছে। উপজেলা ভূমি কর্মকর্তাকে (এসিল্যান্ড) সঙ্গে নিয়ে বিষয়টি তদন্ত করে দেখবো।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়