রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা, রাজিব সভাপতি, আসাদ সম্পাদক
- Update Time : ০৫:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ২০৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
টানা দশ দিনের নানা জল্পনা-কল্পনা শেষে রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিািটতে সভাপতি পদে জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান চৌধুরী আসাদের নাম ঘোষনা হয়েছে।
গত সোমবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩ বছরের জন্য রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হল। এতে সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য তাদের নির্দেশ প্রদান করা হয়েছে।
দীর্ঘ ১১ বছর পর গত ২১ জুলাই রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৭ জনের নাম আসে। পরে সমঝোতার ভিত্তিতে কমিটি না হওয়ায় কেন্দ্রীয় নেতারা ঢাকায় গিয়ে ১০ দিন পর এই নতুন কমিটি ঘোষণা করে। যদিও কেন্দ্রের কাছে সাধারণ সম্পাদক পদ চেয়েছিলেন জাকারিয়া মাসুদ রাজিব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়