খানগঞ্জে দুদকের অভিযানে নিন্মমানের সড়ক নির্মাণ করার সত্যতা মিলেছে
- Update Time : ০৯:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ২৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সড়ক নির্মাণ কাজে নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করার সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলস্টেশন সংলগ্ন রেল গেইট থেকে কাজীরহাট পর্যন্ত ৩ কি: মি: সড়কে নির্মাণ কাজে ঠিকাদারের বিরুদ্ধে সড়ক নির্মাণে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে।
এলাকাবাসী জানিয়েছেন, রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলী গোলাম রব্বানী সড়কে তদারকি না করার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান তার ইচ্ছা মতো নিন্মমানের সামগ্রী ব্যবহার করেছেন। তাকে এলাকাবাসী একাধিকবার জানানো সত্বেও তিনি ওই সড়কটি কোন দিন পরিদর্শন করেননি। বিষয়টি তদন্ত করে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
ওই অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুর্নীতি দমন কমিশন ফরিদপুর জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। পরিদর্শনে রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলী গোলাম রব্বানীকে সাথে নিয়ে সড়কটির প্রাথমিক পর্যায়ে পরিমাপ করে প্রস্থ নির্ধারিত ৩ মিটারের চেয়ে কম প্রমানিত হয়। সড়কটিতে অতি নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও প্রাথমিক ভাবে প্রতীয়মান হয়। অভিযান কালে ঠিকাদারকে জিজ্ঞাসাবাদে তিনি সড়ক সংস্কারে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও অনিয়মের কথা স্বীকার করে ১৫ দিনের সময় প্রার্থনা করেন। এ সময়ে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র, প্রাক্কলন, সিডিউল, কার্যাদেশ, বিলের কপি পর্যালোচনা ও রাজবাড়ী এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেনের সাথে আলোচনা করা হয়। সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও কালক্ষেপণ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব এন্টারপ্রাইজকে বারবার সতর্ক করার পরেও তারা এ নির্দেশনা অমান্য করে। এলজিইডি নির্বাহী প্রকৌশলী এনফোর্সমেন্ট টিমকে বলেন,ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি অনুসরণ করে সড়ক সংস্কার করতে ব্যর্থ হওয়ায় চুক্তি বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরিদপুর দুর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়