দৌলতদিয়ায় যাত্রীর সাহসিকতায় ছিনতাইকারী আটক
- Update Time : ০৬:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বাসযাত্রীর সাহসিকতায় ঝন্টু সাহা (২৮) নামের এক ছিনতাইকারী আটক হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া মোবাইল ফোন। গত রবিবার (২৫ সেপ্টেম্বর) রাে দৌলতদিয়া ট্রাক টার্মিনালের পুলিশ বক্স এলাকায় এ ঘটনাটি ঘটে।
আটককৃত ঝন্টু সাহা গোয়ালন্দ পৌরসভার জুরান মোল্লার পাড়া মহল্লার সুরেশ চন্দ্র সাহার ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরি-ছিনতাইসহ পূর্বের ৮ টি মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার এসআই দেওয়ান শামীম জানান, রবিবার দিনগত রাত ৮ টার দিকে দৌলতদিয়া পুলিশ বক্সের সামনে বাসের জন্য অপেক্ষায় ছিল রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা রাকিবুল ইসলাম রাব্বি (২৫) নামের এক যুবক। মোবাইলে কথা বলার এক ফাঁকে সুযোগ বুঝে ঝন্টু ওই যাত্রীর হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। রাকিবুল ইসলামও তার পিছু নেয়। ঘটনা টের পেয়ে আমরা টহল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা তার সাহায্যার্থে এগিয়ে যাই। ধাওয়া দিয়ে মোবাইল ছিনতাইকারী ঝন্টুকে আটক করে ফোন সেটটি উদ্ধার করি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঝন্টু সাহার বিরুদ্ধে পূর্বের আরো ৮টি বিভিন্ন মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়