নির্বাচন কমিশনের পদত্যাগ দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- Update Time : ০৯:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ২৯৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়েখে চরমোনাইয়ের উপর হামলার প্রতিবাদে ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে অফিস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে রাজবাড়ী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, রাজবাড়ী জেলা যুব আন্দোলনের সভাপতি মিলন বিশ^াস, রাজবাড়ী জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহিম, ইসলামী আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন প্রমুখ।
বক্তারা নির্বাচন কমিশন ও সরকারের পদত্যাগ দাবীর পাশাপাশি সরকার প্রধানের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়