সরকার পতনে বিএনপির পদযাত্রায় রাজবাড়ীতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- Update Time : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সরকার পতনের এক দফা আন্দোলনে পার্টি অফিসে অবস্থান নেওয়ার সময় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে বিএনপি পার্টি অফিসে পদযাত্রায় অংশ নিতে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার দলের নেতা কর্মিদের নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসলে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সমর্থকদের মধ্যে কার্যালয়ে প্রবেশ করা নিয়ে তর্কবিতর্ক হয়। সে সময় লিয়াকত আলী বাবুর লোকজন রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদারের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন গাজী ও লায়েক আলী সহ ১৫ জন নেতা কর্মি আহত হয়। আহতদের মধ্যে বেশ য়েকজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।
যদিও ঘটনাস্থলে উপস্থিত রাজবাড়ী জেলা পুলিশের সদস্যদের সে সময় নিরপেক্ষ ভুমিকা পালন করতে দেখা যায়।
লিয়াকত আলী বাবুর দাবী পূর্ব পরিকল্পিত ভাবে খৈয়ম গ্রুপের লোকজন হামলা চালিয়ে তাদের বেশ কয়েকজন নেতাকে আহত করেছে এবং জেলা বিএনপি কার্যালয় ভাংচুর করেছে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সরকারের মদদপুষ্ট একটি গ্রুপ দলীয় কর্মসূচীকে বাধাগ্রস্থ করতে
তাদের উপর প্রথমে হামলা চালিয়েছে। এতে তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়