৫ দিন ব্যাপী রাজবাড়ীর আজাদী ময়দানে “বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব” শুরু
- Update Time : ১০:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্দ্যোগে রাজবাড়ীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব।
বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ীর সহযোগিতায় আজাদী ময়দানে এ উৎসব শুরু হয়।
এতে জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক অসীম কুমার পাল, শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ।
অনুষ্ঠানের শুরুতে বরণ নৃতের মাধ্যমে অতিথিবৃন্দকে বরণ করা হয়। পড়ে অতিথিদেরকে উত্তরীয় ও সম্মাননা স্মারক দেয়া দেয়।
আয়োজকরা জানান, দীর্ঘ প্রায় দুই বছরের করোনার ধকল কাটিয়ে সংস্কৃতি চর্চার বিকাশ এবং যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্ত থেকে দুরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে রাজবাড়ীতে ৫ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। ৫ দিনব্যাপী এ উৎসবে জেলার ৫ উপজেলার শিল্পকলা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ঢাকা থেকে ওস্তাদ আলাউদ্দিন খানসহ প্রায় ৩৫ টি সংগঠন তাদের পরিবেশনা উপস্থাপন করবেন। এতে থাকবে নৃত্য, আবৃত্তি, গান, নাটক ও বাদ্য যন্ত্রের ঝনঝনানি।
রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, করোনার কারণে গান বাজনা সব বন্ধ ছিলো। এখন আবার শুরু হয়েছে। প্রতিটি জেলায় সাহিত্য মেলা হয়েছে। এখন সাংস্কৃতিক উৎসব হচ্ছে। এতে বাঙ্গালি জাতির সংস্কৃতির বিকাশ ঘটবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সবাইকে সংস্কৃতি মনা হতে হবে। আর গান বাজনা যারা করে, তারা ভাল মনের মানুষ হয় এবং খারাপ কাজ থেকে দুরে থাকে। ফলে এরকম আয়োজনের জন্য তিনি খুশি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়