দেশের টাকা পাচার হয়ে বেগম পাড়ায় যাচ্ছে – রাজবাড়ীতে চরমোনাই পীর রেজাউল করীম

- Update Time : ০৯:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- / ৩১৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, এ দেশে আমরা জন্ম গ্রহণ করেছি, এ দেশের জন্য আমাদের মায়া ও মমতা রয়েছে। এই দেশটা দিনার দিন ধ্বংস হবে, এই দেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার হবে, শ্রমিকদের কষ্ট অর্জিত সম্পদ যখন সরকারী ফান্ডে জমা হয়, আর সেই সাথে যারা ক্ষমতায় থাকে তারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে, বিদেশে বেগম পাড়া তৈরী করবে, আর আমরা তা বসে বসে দেখবো, তা কখনেই না।
তিনি সোমবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরের ১নং রেলগেট এলাকায় আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি’র বক্তৃতায় এ সব কথা বলেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুহাঃ আব্দুর রহিম আল মাহমুদ সুমনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে আরো বক্তৃতা করেন, মাওলানা আমিনুল ইসলাম কাশেমী, ক্বারী মোহাম্মদ আবু ইউসুফ, হাফেজ মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়