শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ১৮ ইভেন্টে পেলো পুরস্কার
- Update Time : ১০:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক পদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) প্রতিযোগিতা-২০২৩ ও পুরস্কার বিরতণীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার উপজেলা শিক্ষা অফিসের সদর ক্লাষ্টারের উদ্যোগে শহরের টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্ধিত ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। বিশেষ অতিথি ছিলেন, এটিও মোশারফ হোসেনসহ অন্যান্যরা।
ওই প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য পেয়েছে জেলা শহরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী ১৮ ইভেন্টে পেয়েছে পুরস্কার।
পুরস্কার প্রাপ্তরা হলো, তাফসিয়া তাবাচ্ছুম আলম বাংলা কুইজে প্রথম, আবৃত্তিতে প্রথম, উপস্থিত বক্তৃতায় প্রথম ও একক অভিনয়ে দ্বিতীয়, নসরত জাহান নেহা গণিত ও সাধারণ জ্ঞান কুইজে প্রথম এবং ইংরেজি কুইজে ও গল্পবলায় দ্বিতীয়, মোহাম্মদ মুকিত আলী বিশ^াস আবৃত্তিতে প্রথম, উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় ও গানে তৃতীয়, নসরত অংক দৌড়ে প্রথম, মরিয়ম তাবাচ্ছুম নৃত্যে দ্বিতীয়, সৃষ্টি সরকার বলনিক্ষেপে তৃতীয়, নাফসান খান নৃত্যে প্রথম, ফাতিমা ফেরদৌস খান আবৃত্তিতে দ্বিতীয়, ফাহমিদা ত্যায়েবা গানে তৃতীয় এবং তৌফিক আবৃতিতে তৃতীয় স্থান অর্জন করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়