প্রাইভেট টিচারের প্রতারণার ফাঁদে ছাত্রে মা ! গচ্ছা দুই লাখ
- Update Time : ০৯:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ১৪০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রাইভেট টিচার হয়ে সৌদি প্রবাসির বাড়ীতে প্রবেশ করে সুকৌশলে ছাত্রের মাকে প্রলোভন দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে গত শনিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় রাজবাড়ীতে কর্মরত থাকা বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পের গেট কিপার ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের আক্তার হোসেনের ছেলে মোঃ ফজলে রাব্বী ইভান (২৬)।
মামলার বাদী ও ফরিদপুর জেলার সালথা উপজেলার কসবা গট্টি গ্রামের বাসিন্দা এবং রাজবাড়ী জেলার শহরের ভবানীপুর গ্রামের মুকুল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া সৌদি প্রবাসী মোঃ আরিফুজ্জামান আক্কাসের স্ত্রী মোঃ মেহেরুন নেছা।
মামলায় বলা হয়েছে, বিগত বছরের মার্চ মাস থেকে ফজলে রাব্বী ইভান প্রবাসীর দশম শ্রেণীর ছেলেকে গৃহ শিক্ষক হিসেবে পড়ানোর জন্য ওই বাড়ীতে প্রবেশ করে। ইভান ওই সময় গৃহকর্তি মেহেরুন নেছাকে পরিচয় দেয়, তিনি বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ীর একজন প্রকৌশলী এবং রেলওয়ের একজন ঠিকাদার। ইভান আচার ব্যাবহার, কথাবার্তা, ছেলের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে বিশ^াসযোগ্য ভালো মানুষ হয়ে ওঠে। সৌদি থেকে ফিরে এলে মেহেরুনের স্বামীকে ঠিকাদারের ব্যবসার পাটনার বানানোর কথা বলে। সেই সাথে ইভান তার মা স্ট্রোক করেছে বলে এবং তার মা আশংকা জনক ফলে নগদ টাকার প্রয়োজন। তাই তাকে স্বর্ণালংকার বন্ধক রেখে ৫০ হাজার টাকা দেন। একই ভাবে নানা রকম কথা বলে পর্যায়ক্রমে রাজবাড়ী বাজারের ঝালাইপাট্টর মাধবী জুয়েলার্স এন্ড ডায়মন্ডের দোকান মালিক উত্তম কুমার মালাকারের কাছে স্বর্ণালংকার বন্ধক রেখে বিগত বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত দুই লাখ টাকা গ্রহণ করে তা ইভানকে প্রদান করে। যদিও তার পর থেকে ইভান বন্দকি টাকা ফেরৎ দিতে তালবাহানা শুরু করে। যার এক পর্যায়ে সে টাকা দিবেনা বলে জানিয়ে দেয়। এতে তারা প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন। পরে খোন নিয়ে জানতে পারেন, ইভান কোন প্রকৌশলী নন, তিনি রাজবাড়ীতে রেলওয়ের একটি প্রকল্পের গেট কিপার হিসেবে কয়েক বছর চাকরী করে রিজাইন দিয়ে চলে গেছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আবু তালেব জানিয়েছেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়