গোয়ালন্দ বাজারের দু’মিষ্টির দোকানীর জরিমানা

- Update Time : ০৬:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ৪৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের উদ্যোগে রবিবার জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ওই কার্যক্রম পরিচালনাকালে গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজার ও বাসস্ট্যান্ড বাজারের বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, রেস্টুরেন্ট ও খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
সেই সাথে গোয়ালন্দ বাজারের ভরত মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করা এবং প্রতিশ্রুত ওজনে কারচুপি করার অপরাধ) ৪ হাজার টাকা এবং একই বাজারের শওকত মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অপরাধ) এক হাজার টাকা জরিমানা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়