রাজবাড়ীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- Update Time : ০৮:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ২৯৪ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম : বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫আগস্ট) জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে রাজবাড়ী অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে -এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে দিবসটিতে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ওই আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আব্দুল জলিল মিয়া, সিরাজ আহমেদ, মহসিন উদ্দিন বতু, বাকাউল আবুল হাশেম।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়