জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজবাড়ীতে পালিত
- Update Time : ০৯:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১৫৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি ্যোডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন দেশে যে উন্নয়ন হয়েছে, পরবর্তীতে ক্ষমতায় থাকা বিএনপি-আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টির মতো উন্নয়ন করতে পারে নাই। জাতীয় পার্টির কল্যানে দেশে প্রচুর পরিমানে কর্মসংস্থান ও উন্নয়ন হয়েছে। তাই আগামীতে জাতীয় পার্টির সরকার গঠন করলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
রোববার দুপুর ১২ টার দিকে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি পরবর্তীতে রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তৎকালীন সময়ে এরশাদ সাহেব রাজবাড়ীকে মহকুমা থেকে জেলায় রুপান্তরিত করেছেন। এবং দেশের ৪৪টি জেলা ও ৪৬০টি উপজেলা তিনি গঠন করেছিলেন। যার পরিপেক্ষিরতে দেশে এতো উন্নয়ন হয়েছে।
এরআগে জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি ্যোডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সাধারন সম্পাদক মোকছেদুর রহমান মোমিন নের্তৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
এ সময় র্যালিটি শহরের প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে সংক্ষিপ্ত পথসভা করেন।
এ সময় জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ আসাদুল হক মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়