“আমার অযোগ্যতা আছে, তা না হলে নেত্রী আমাকে বাদ দিবে কেন” ? – ফকির আব্দুল জব্বার
- Update Time : ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ১৭ অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে রাজবাড়ীর ৫ জন নেতা ও ২ জন নেত্রী প্রচেষ্টা চালিয়েছেন। এদের মধ্যে ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের বিগত চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক ফকির আব্দুল জব্বার। তবে গত শনিবার দলীয় মনোনয়ন চুড়ান্ত করে আওয়ামীলীগ। সেখানে দলীয় প্রার্থী হিসেবে উঠে এসেছে জেলার পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজের নাম। ফলে সংগত কারণেই বাদ পরেছেন ফকির আব্দুল জব্বার।
কেন আপনাকে দলীয় মনোনয়ন দেয়া হলো না, এমন প্রশ্নের উত্তরে ফকির আব্দুল জব্বার বলেন, বাদ দেয়ার আমিতো কোন কারণ দেখি না। হয়তো আমার কোন অযোগ্যতা আছে, তা না হলে নেত্রী (শেখ হাসিনা) আমাকে বাদ দেবেন কেন। তবে তিনি বিদ্রোহী প্রার্থী হবেন না। ইতোমধ্যেই দলীয় প্রার্থী একেএম শফিকুল মোর্শেদ আরুজকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, মনোনয়ন পাবার পর একেএম শফিকুল মোর্শেদ আরুজ বলেন, আমি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা। সেই সাথে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সকল সকল নেতা এবং ভোটারের ভোট ও সমর্থন কামনা করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়