বালিয়াকান্দিতে ৭ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রাতারাতি ফেসবুকের ঘোষণার কমিটি বিলুপ্ত
- Update Time : ১০:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৮৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলন প্রস্তুত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ঘোষণার সাথে সাথেই বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক রাতারাতি ৭টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি প্রকাশ করেন।
শনিবার (৮ এপ্রিল) বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আহম্মেদ পারভেজ ও সদস্য সচিব মোঃ রাজু আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত ২৪ মার্চ রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বাক্ষরিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বালিয়াকান্দি উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই সঙ্গে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। কমিটি হলেন, আহম্মেদ পারভেজ আহব্বায়ক, রাজু আহমেদ সদস্য সচিব এবং সদস্যরা হলেন, বাবুল আকতার, রেজাউল আলম, আসিফ আলম রেমন, গফফার শিকদার, রিয়াজ সরদার, অনুপম বিশ^াস, আবু সাইদ, শেখ ইউনুস আলী ও আরিফুল হাসান সবুজ। কিন্তু গত ২৩ মার্চ বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিদায়ী সভাপতি খোন্দকার বাশারুল আলম বাপ্পু ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্যা স্বাক্ষরিত গত ৩০ জানুয়ারী তারিখ উল্লেখ করে ৭টি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে। ওই ফেসবুকে ঘোষিত কমিটি অবৈধ, সাংগঠনিক পরিপন্থি ও গঠণতন্ত্র মোতাবেক না হওয়ায় ৭টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। পরবর্তীতে ৭টি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি সকলের সাথে আলোচনা করে প্রকাশ করা হবে।
বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য বিদায়ী সভাপতি খোন্দকার বাশারুল আলম বাপ্পু বলেন, আসলে ৪টি ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে ও বাঁকী ৩টি সম্মেলন ছাড়াই ঘোষণা করা হয়েছে। তবে এভাবে রাতারাতি আমাদেরকে বাদ দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহম্মেদ পারভেজ বলেন, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বালিয়াকান্দি কলেজ সংসদের নির্বাচিত সম্পাদক ছিলাম। যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। এখন নতুন দায়িত্ব পেয়েছি। আশা করছি, নতুন করে সংগঠন ঢেলে সাজাতে পারবো। এ বিষয়ে সবার সহযোগিতা চাই। সবাইকে নিয়ে সংগঠন শক্তিশালী করতে চাই। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে চাই।
তিনি বলেন, আহবায়ক কমিটি ঘোষণার পর রাতারাতি ফেসবুকে ৭টি ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি জেলা পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করে ফেসবুকের ঘোষণার কমিটি বিলুপ্ত করা হয়েছে। আগামীতে ৭টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হবে।
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান বলেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এছাড়া কমিটিও অনেক আগে করা হয়েছিল। এসব কারণে উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এজন্য একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়