দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের সিএনজি চালকের লাশ উদ্ধার
- Update Time : ০৯:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ৫৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকার একটি বাড়ি থেকে রোববার (৬ আগস্ট) মিন্নত মোল্লা (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শাইলী গ্রামের ইউনুস আলী মোল্লার ছেলে। পেশায় সে একজন সিএনজি চালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, মিন্নত মোল্লা আজ রোববার সকাল ৬টার দিকে পোড়াভিটা এলাকার করিম মোল্লার বাড়ির ভাড়াটিয়া নুরজাহানের ঘরের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিল। এ সময় তার অপর দুই সঙ্গী মিন্নতকে খুঁজতে থাকে। পরে এ বাড়িতে অসুস্থ্য অবস্থায় দেখতে পেয়ে তাকে প্রাথমিক সেবা দিতে থাকেন। এক পর্যায়ে বেশি অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত স্থানীয় এক ওষুধ ব্যবসায়ীকে খবর দেয়া হয়। প্রাথমিক পরিক্ষা শেষে মিন্নত মারা গেছেন বলে নিশ্চিত করেন ওই ওষুধ ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা এলাকার অধিকাংশ বাসিন্দাদের বিরুদ্ধে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার রাতে মানিকগঞ্জ থেকে মিন্নতসহ তারা ৩জন যৌনপল্লিতে রাত্রিযাপন করেন। স্থানীয়দের ধারণা অতিরিক্ত নেশা বা যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে তিনি মারা গেছেন।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ষ্ট্রোক করে মারা গেছেন। শনিবার রাতে মিন্নতসহ তিনজন যৌনপল্লিতে প্রবেশ করেন। তাদের তিনজনের নামে স্থানীয় একটি আবাসিক বোডিংয়ের কক্ষ বুকিং দেয়া রয়েছে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়