নতুন বইয়ের ঘ্রাণ পেলো রাজবাড়ীর ৩ লক্ষ ৩৬ হাজার শিক্ষার্থী
- Update Time : ০৭:১১:০২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১৪৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
বছরের প্রথম দিন নতুন বই পেলো রাজবাড়ীর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৩ লক্ষ ৩৬ হাজার ১শ জন শিক্ষার্থী।
এ সময় নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
রোববার সকালে রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই উৎসবের উদ্ভোধন করা হয়।
বই উৎসবে জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ্যোডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল সহ অনেক উপস্থিত ছিলেন।
পরবর্তীতে একে একে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ইয়াছিন ইচ্চ বিদ্যালয়, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
জানাগেছে, সারাদেশের ন্যায় এবছর রাজবাড়ীতে ৪৮২টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লক্ষ ১৭ হাজার ৩০১ জন এবং মাধ্যমিক স্তরের কারিগরি ও মাদ্রাসার ২৩২টি প্রতিষ্ঠানের ১ লক্ষ ১৮ হাজার ৭৯৯ জন শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়