ঢাকাTuesday , 27 September 2022

রাজবাড়ীতে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তির দু’হাত হলো জখম

Link Copied!

রাজবাড়ী বার্তা ডট কম :

চোরের ধারালো অস্ত্রের আঘাতে রাহেলা খাতুন (৫০) নামে এক গৃহকর্তির দুই হাত জখন হয়েছে। গুরুত্বর অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হরা হয়েছে। সে সময় পান্নু বিশ^াস নামে এক চোরকে গণপিটুনি দিয়ে থানা পুলিশের সোপর্দ করা হয়েছে। আহত রাহেলা রাজবাড়ী জেলা শহরের পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত জামাল সরদারের স্ত্রী। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


মামলার বাদী আহত রাহেলার ছেলে রাসেল সরদার জানিয়েছেন, গত সোমবার রাত ৩টার দিকে বসত বাড়ীর ঘরে গ্রীলের তালা ভেঙ্গে ধারালো অস্ত্র নিয়ে একাধিক চোর তার মায়ের ঘরে প্রবেশ করা। চোরেরা তার মায়ের গলায় ধারালো অস্ত্র ধরে মূল্যবান মালামাল দিয়ে দিতে বলে। ওই সময় তার মা চিৎকার করলে চোরেরা তার মাকে লক্ষ করে ধারালো অস্ত্র চালায়। তার মা দুই হাত দিয়ে তা প্রতিহত করতে গেলে যান এবং আঘাতে তার মায়ের দুটি হাতই রক্তাক্ত জখন হয়। সে সময় তিনিসহ স্থানীয়রা এগিয়ে আসেন। জনসমাগমের শুরু হলে অজ্ঞাত নামা একজন চোর পালিয়ে যায়। তবে ধারালো অস্ত্রসহ জেলার পাংশার পৌরসভার সুরুজ চেয়ারম্যানের পাশের বাড়ীর মৃত গফুর বিশ^াসের ছেলে পান্নু বিশ^াস (৫৫) কে হাতেনাতে আটক করে গণপিটুনি প্রদান করা হয়। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান এবং আহত গৃহকর্তি রাহেলা খাতুন এবং গনপিটুনিতে আহত চোর পান্নু বিশ^াসকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।


এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মাহবুব হোসেন জানিয়েছেন, চোর পান্নু বিশ^াসকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর চোরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

(Visited 240 times, 1 visits today)