১৭ অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন : ব্যাস্ততায় কাটছে প্রার্থীদের দিন
- Update Time : ১০:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ৪৭ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
আগমাী ১৭ অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন অনুৃষ্ঠিত হতে যাচ্ছে।উপলক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন প্রার্থীরা।শেষ মূহুর্তে নির্বাচনী প্রচারনায় ব্যাস্ততার মধ্য দিয়ে দিন কাটছে প্রার্থীদের। অভিযোগ রয়েছে ভোটের মাঠে প্রতিবন্ধকতা তৈরীর অভিযোগও।
১ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আজম আলী মন্ডল বলেন, তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোটাররা তাকে সমর্থনও দিচ্ছেন। তিনি জয়ের ব্যাপারে পুরো আশাবাদী। বিজয়ী হলে সকলকে সাথে নিয়ে কাজ করবেন।
সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে এ নির্বাচনের।এই মধ্যে চেয়ারম্যন,সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা তাদের ভোটের মাঠে গন সংযোগ চালিয়ে যাচ্ছেন।অন্যান্য ভোটের থেকে জেলার পরিষদ নির্বাচনের ভোটে কিছুটা পার্থক্য রয়েছে।জনসাধারনের ভোটে যারা নির্বাচিত প্রতিনিধি শুধু তাদের ভোটেই জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকৃত প্রার্থীরা নির্বাচিত হবেন।উপজেলা,পৌরসভা ও ইউনিয়নের চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত সদস্যদের ভোটে নির্বাচিত হবেন এসব প্রার্থীরা।রাজবাড়ীতে ৫টি উপজেলা,৪২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা রয়েছে।এর মধ্যে ভোটার সংখ্যা রয়েছে ৫৯৮ জন।জেলায় ৩জন চেয়রম্যান ১৮ জন সদস্য ও ৭ জন সংরক্ষিত সদস্য এই ভোটারদের ভোটে নির্বাচিত হবেন।শেষ মূহুর্তের প্রচারনায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।উপজেলা,পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন স্থানে চাচ্ছেন ভোট,দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।তবে কারো কারো অভিযোগও রয়েছে ভোট চাইতে প্রতিবন্ধকতা তৈরী কারার।
ভোটাররা বলেন, তারা প্রতিনিধি হয়ে আরেকজন প্রতিনিধি তৈরী করবেন।তাই সৎ ও যোগ্য দেখে তাদের মনোনিত প্রার্থীকে ভোট দিবেন।কোন ধরনের অর্থ লোভে তারা অযোগ্য লোককে বেছে নিবেন না।
সাধারন ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা বলেন,জেলা পরিষদ নির্বাচনে জন প্রতিনিধিরা ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করবে।তাই জেলা পরিষদের মাধ্যমে তৃনমূল ইউনিয়নকে সুসংগঠিত করা হবে।বজয়ী হলে ভোটারদের মাধ্যম্যে উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানান তারা।
রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোর্শেদ আরুজ বলেন, ভোটের মাঠে তিনি সার্বক্ষনিক রয়েছেন। তার প্রতিদন্দি প্রার্থী ভোটের মাঠে নেই।তাই তাকে কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরী বা তার কোন প্রচার প্রচারনায় বাঁধা প্রদান করার কোন প্রশ্নই আসেনা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়