বাম গণতান্ত্রিক জোটের হরতালের সমর্থনে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল
- Update Time : ১১:১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ৩৩ Time View
আবদুল হালিম বাবু, রাজবাড়ী বার্তা ডট কম :
‘জ¦ালানী তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সংগঠনের নেতাকর্মীরা প্রেসক্লাব এলাকায় জড়ো হন। সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ‘ দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, জ¦ালানি তেলের দাম কমাও কমাতে হবে, ইউরিয়া সারের দাম কমাও কমাতে হবে, কমিউনিস্ট পার্টির সংগ্রাম চলছে চলবে, দাবি আদায়ের হরতাল সফল করুন সফল করুন, অর্ধ দিবস হরতাল সফল করুন সফল করুন, রুটি রুজির সংগ্রাম চলবে চলবে, অবিলম্বে পরিবহন ভাড়া কমাতে হবে কমিয়ে দাও. প্রভৃতি স্লোগান দেওয়া হয়।মিছিলটি শহরের রেলগেট, পাঁচতলা মোড়, রেলস্টেশন মোড়, রূপালী ব্যাংক মোড়, বাটা মোড় হয়ে বাজার প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) আবদুস সামাদ মিয়া। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ। এসময় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মো. মোস্তফা, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী বাবন চক্রবর্তী, জেলা সিপিবি নেতা আবদুল হালিম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, আমরা জীবনের ঝুঁকিনিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমাদের একটি সুন্দর স্বপ্ন ছিল। এদেশে বৈষম্য থাকবে না। কিন্তু এমন বাংলাদেশ আমরা চাইনি। আপনারা মুখে সাধারণ মানুষের কথা বলেন। মুক্তিযুদ্ধের কথা বলেন। কিন্তু সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে আপনারা চিন্তা করছেন না। তেল, সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে হাহাকার বিরাজ করছে। সেদিকে আপনাদের কোনো খেয়াল নেই। আমাদের দাবি মেনে নেন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দেবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়