দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট : ঈদে চলবে ২০ ফেরি ও ২২টি লঞ্চ
- Update Time : ০৮:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ১৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বিঘœ করার লক্ষ্যে ঈদ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) দুপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ঈদ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি, উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া নৌ-পথে চলাচলকারী স্পীড বোর্ড মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন তপু, ফরিদপুর মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, রাজবাড়ী মোটর শ্রমিক ও মালিক সমিতির প্রতিনিধি, বিআইডাব্লিউটিসি’র প্রতিনিধি, বিআইডাব্লিউটি’র প্রতিনিধি, রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন (১৭২৭) এর সভাপতি-সাধারণ সম্পাদক, মাহেন্দ্রা মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
সভায় জানানো হয়, ঈদ যাত্রা নির্বিঘœ করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিগুলোর সমস্যা মেরামতের কাজ চলছে। ছোট-বড় মিলিয়ে এবার এ নৌরুটে চলবে ২০টি ফেরি। এ ছাড়া যাত্রী পারাপারের জন্য ফেরির পাশাপাশি ছোট-বড় মিলিয়ে ২২টি লঞ্চ চলাচল করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানি, ভাড়া মনিটরিংয়ের জন্য মোবাইল কোর্ট পরিচালিত করবে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়