মহাসড়কে পুলিশের পোশাকে চাঁদাবাজি, রাজবাড়ীর দুই ভূয়া পুলিশ আটক
- Update Time : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / ১৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পুলিশের পোশাকে চাঁদাবাজিকালে দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বিচাত্রা গ্রামের নাজমুল পাটোয়ারীর ছেলে জুনায়েদ পাটোয়ারী ওরফে সিরাজুল (৩১) ও পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সোহরাব হোসেন (১৯)।
জানা যায়, ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় আটক দুই ব্যক্তি পুলিশের পোশাক পড়ে গাড়ির কাগজ-পত্র দেখার নামে যানবাহন থেকে চাঁদাবাজি করছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে, তারা কোন থানায় কর্মরত তা জানতে চায় । তাদের কথায় স্থানীয়দের সন্দেহ হলে ওই দুই প্রতারককে আটক করে পুলিশে খবর দেয়। পরে আহলাদিপুর হাইওয়ে থানার পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের পোশাকে যানবাহনে চাঁদাবাজির সময় দুই প্রতারককে স্থানীয়রা আটক করে আমাদের খবর দেয়৷ আমরা তাদের আটক করে থানায় নিয়ে আছি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়