রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার ১
- Update Time : ১১:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ২২২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদের পর দিন রাতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেখ সুমন সবুজ (২৮)।
ওই ঘটনার পর বুধবার সকালে অজ্ঞত আসামিদের বিরুদ্ধে নিহত সবুজের বাবা সামসুল আলম বাবু বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের দিরাজ আলী শেখের ছেলে ও স্থানীয় পশু ডাক্তার গোলাম মোস্তফা শেখ (৩৪) কে গ্রেপ্তার করেছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই কামরুজ্জামান সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোলাম মোস্তফা শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
জানাগেছে, দীর্ঘ দিন ধরে পদ্মা নদীর তীরবর্তী রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে এধরণে গুলি করে হত্যাকান্ডের ঘটনা ঘটে। ২০০৯ সালের ২৯ আগষ্ট উড়াকান্দা বাজারে ফোর মার্ডার হয়, ২০২২ সালের ১১ জানুয়ারী বরাট বাজারে সালাম মৃধা হত্যাকান্ড, এর কিছু দিন পর মোহন মার্ডার, গত বছরের শেষ দিকে একই ইউনিয়নের অন্তর মোড় এলাকায় ইয়ার আলী হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই ৭ জন হত্যা হবার পর সর্বশেষ ৮নং ব্যক্তি হিসেবে গত ২৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গুলি করে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা সবুজকে। সবুজ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাসিন্দা।
নিহত শেখ সুমন সবুজের মা সুজালা বেগম বলেন, তার ছেলে ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি বালুর ব্যবসা ও তাদের মুদি দোকানের বসে। গত রবিবার রাত ১০টার দিকে তার ছেলে কয়েকজনকে সাথে নিয়ে রাস্তার পাশে সবুজের সদ্য নির্মাণ করা একতলা ভবনের রুমে বসে ব্যবসায়ীক হিসাব নিকাশ করছিলেন। ওই সময় ভবনের বাইরে একটা কয়েকটা পটকা ফোটানো হয়। শব্দ কেন হচ্ছে, দেখতে ভবনের জানালা খোলে সবুজ। আর সে সময়ই সন্ত্রাসীরা জানালা দিয়ে গুলি ছোড়ে এতে সবুজের কপাল গুলি লাগে এবং তার সাথে থাকা সজিবের পেটে গুলি লাগে। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পাশেই থাকা পদ্মা নদীতে থাকা ট্রলার যোগে পালিয়ে যায়। পরবর্তীতে সবুজ ও সজিবকে রক্তাক্ত অবস্থায় ওই সময়ই উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে ওই হাসপাতালে পৌছানোর আগেই সবুজের মৃত্যু হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়