চৈতি’র উদ্যোগে কাজী হেদায়েত হোসেন ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

- Update Time : ০২:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ৪৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বঙ্গবন্ধুর সহযোদ্ধা, রাজবাড়ী-কুষ্টিয়া অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন গণপরিষদ সদস্য, রাজবাড়ী পৌরসভা সাবেক চেয়ারম্যান এবং আওয়ামীলীগের তৎকালীন রাজবাড়ী আঞ্চলিক জোনের সাধারণ সম্পাদক কাজী হেদায়েত হোসেন ৪৭ তম মৃত্যু বার্ষিকী আজ বৃহস্পতিবার।
এ উপলক্ষে কাজী হেদায়েত হোসেনের বড় ছেলে এবং সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতির উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারী শিশু পরিবার (বালিকা) তে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতি। বক্তৃতা করেন, রাজবাড়ী সরকারী শিশু পরিবার (বালিকা) উপ-তত্বাবধায়ক আকলিমা খাতুন, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম, আবু বক্কার সিদ্দিক প্রমুখ। সভা পরিচালনা করেন, স্বপ্নের রাজবাড়ীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। পরে মাওলানা সেলিম দোয়া মাহফিল পরিচালনা করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়। ইতিহাসের জখন্যতম ওই হত্যাকান্ডের পর ঘাতকরা থেমে যায়নি। তারা বঙ্গবন্ধু’র সহযোদ্ধাদেরও খুজে বের করার পাশাপাশি তাদেরকে হত্যার চেষ্টায় লিপ্ত হয়। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে হত্যার মাত্র তিন দিনের মাথায় ১৮ আগষ্ট প্রকাশ্য গুলি করে হত্যা করে কাজী হেদায়েত হোসেনকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়