গোয়ালন্দে অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিলেন কৃষক লীগের নেতা-কর্মীরা

- Update Time : ০৯:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ২০১ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে এক অসহায় কৃষকের পাকা ধান কেটে দিলেন গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের নেতা কর্মীরা।
বুধবার (৩ মে) উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অম্বলপুর এলাকার দরিদ্র কৃষক ইব্রাহিম সরদারের তিন বিঘা জমির পাকা বোরোধান কেটে বাড়িতে পৌছে দিলেন তারা।
ধান কাটার কার্যক্রমে রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বককার খান, যুগ্ন আহবায়ক আবুল হোসেন বাবলু, জেলা কৃষক লীগের সদস্য নার্গিস বেগম, মাইনদ্দিন সরদার,গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব,সহ-সভাপতি আবুল হোসেন প্রামাণিক, মো. আমজাদ হোসেন প্রামাণিক, সাধারণ সম্পাদক মো শামীম মৃধা, সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মোল্লা, ছোটভাকলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. মাজেদ শেখ, সাধারণ সম্পাদক কালাম সরদার সহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন।
দরিদ্র কৃষক মো. ইব্রাহীম সরদার বলেন, ঝড়-বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় ৩ বিঘা জমির পাকা ধান নিয়ে খুব দুঃচিন্তার ছিলাম। অর্থ ও কৃষি শ্রমিক সংকটের কারনে পাকা ধানগুলো কেটে ঘরে তুলতে পারছিলাম না। এ অবস্হায় জমির পাকা ধান কেটে বাড়িতে পৌছে দিয়ে কৃষক লীগের নেতা- কর্মীরা আমার অনেক উপকার করল।আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
জেলা কৃষক লীগের আহবায়ক মো আবু বককার খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দরিদ্র কৃষকের ধান কেটে দেয়ার কর্মসূচি শুরু হলো। জেলার সকল উপজেলাতে এ কর্মসৃচি অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়