দৌলতদিয়ায় ১৬’শ যৌনকর্মীকে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান
- Update Time : ০৬:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ২৬২ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার (যৌনপল্লীর) সুবিধাবঞ্চিত ১৬’শ যৌনকর্মীকে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল এবং মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৪’শ জনকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন উত্তরণ ফাউন্ডেশনের নিজস্ব মাঠ চত্বরে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি হাবিবুর রহমানের সংগঠন উত্তরন ফাউন্ডেশনের পক্ষ হতে এ শীতবস্ত্র ও চিকিৎসা সেবা দেয়া হয়। হাবিবুর রহমান এ সংগঠনের চেয়ারম্যান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, উত্তরন ফাউন্ডেশনের পরিচালক (ফিল্ড এন্ড অপারেশন) ডক্টর এবিএম আসিফ কিবরিয়া, উত্তরন ফাউন্ডেশনের সদস্য ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভা, উত্তরন ফাউন্ডেশনের সদস্য ও গোয়ালন্দের মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক মোঃ সেলিম মুন্সি, উত্তরন ফাউন্ডেশনের সদস্য এবং দৌলতদিয়া যৌনপল্লীর অবহেলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ঝুমুর বেগম প্রমূখ।
ক্যাম্পে বিশেষজ্ঞ ৮ জন চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান যৌনকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সম্মানজনক পেশায় ফিরে আসুন, উত্তরন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবিক আইজিপি হাবিবুর রহমান স্যার আপনাদের পাশে থাকবে। আপনাদের এবং আপনাদের সন্তানদের জন্য এ ফাউন্ডেশনের পক্ষ হতে এখানে বিভিন্ন সেবামূলক স্হায়ী কর্মসূচি নেয়া হচ্ছে। এছাড়া যে কোন ধরনের বিপদে-আপদে আমরা আপনাদের পাশে রয়েছি। আপনারা আপনাদের সকল ধরনের সুরক্ষার জন্য আগে নিজেরা সচেতন হোন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়