নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- Update Time : ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ১৩২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী রাজবাড়ীতে পালন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ সব কর্মসূচী অনুষ্ঠিত হয়। রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সরোয়ার মোর্শেদ খান স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সামাজিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতী, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম ও বরাট-ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামানিক, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক শামসুল আলম, অংকুর স্কুল এ্যান্ড কলেজের নাজমুল হাসান চৌধুরী, সাবেক কৃষি কর্মকর্তা অরুন কুমার সরকারসহ অন্যান্যরা। সঞ্চালনায় ছিলেন, শুভ সংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক ও রাজেন্দ্রে কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল ও দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।
পরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা,স্কেল ও কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ এবং সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় ও অংকুর স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষকদের হাতে আম গাছের চারা তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়