শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজবাড়ীর পুলিশ সুপারের বাণী
- Update Time : ০৫:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / ১৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। আমাদের জাতীয় ইতিহাসে গভীর বেদনা ও শোকের একটি দিন। হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে বাঙালি জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় স্বাধীনতার প্রাক্কালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের। জাতির জন্য যা ছিল এক অপূরণীয় ক্ষতি।
আমি শহিদ বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শহিদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় মেধা ভিত্তিক সমাজ গড়তে পারলেই তাঁদের এই আত্মত্যাগ সার্থক হবে। আমি শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদ বুদ্ধিজীবীসহ সকল শহিদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি, পরিবারবর্গের প্রতি জ্ঞাপন করছি গভীর সমবেদনা।
আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমের মূলমন্ত্রকে ধারণ করে অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে কাজ করি।
জয়বাংলা, বাংলাদেশ চিরজীবি হোক।
(এমএম শাকিলুজ্জামান)
পুলিশ সুপার, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়