গোয়ালন্দ : ৬ গ্রামের মানুষের পারাপারে একমাত্র ভরসা নরবড়ে বাঁশের সাঁকো,ভোগান্তি
- Update Time : ০৪:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১২২ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জৈনদ্দিন সরদার পাড়া ও সাহাজদ্দিন মাতুব্বর পাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া দুদুখান পাড়া খালের এ পাড় থেকে ওপাড়ে যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাকো।ব্রীজ না থাকায় সিমাহীন দুর্ভোগ নিয়ে ৬০ বছর ধরে স্থানীয়দের তৈরী বাশের সাঁকো দিয়ে প্রতিদিন ছয় গ্রামের কয়েক হাজার হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন।পাশের ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের গঞ্জুর মাতুব্বর পাড়া ও দুর্গাপুর গ্রাামের মানুষজনের খাল পাড়াপাড়ের একমাত্র ভরাস এই নড়বড়ে সাঁকোটি।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচরের দুদুখানপাড়া দিয়ে ফরিদপুর সদর উপজেলায় বয়ে গেছে খালটি। বর্ষা ও শুকনা উভয় মৌসুমে সারা বছরই এই খালে পানি থাকে।জৈনদ্দিন সরদার পাড়া ও সাহাজদ্দিন মাতুব্বর পাড়া দিয়ে বহমান ৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৩০ ফুট চওড়া খালটির দুই পাশে ছয়টি গ্রামের কয়েক হাজার সানুষ বসবাস করে।কৃষিনির্ভর এ অঞ্চলের জন সাধারন ও কৃষি পন্ন পারাপারে বড় সমস্যা এখন এ খালটি।ব্রীজ না হওয়ায় স্থানীয়দের বাঁশের সাঁকো ব্যবহার করতে হচ্ছে সিমাহীন দুর্ভোগ নিয়ে।গত ৬০ বছরেরও বেশি ধরে স্থানীয়দের নিজ উদ্যোগে সাঁকো তৈরী করে বাধ্য হয়েই চলাচল করতে হচ্ছে তাদের।সাঁকো পার হতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু শিক্ষার্থী,বয়স্ক,বৃদ্ধ ও মহিলাদের।খালের উপর একটি ব্রিজের অভাবে দুই পাশে পূর্ব উজানচর,জৈনদ্দিন সরদার পাড়া,সাহাজদ্দিন মাতুব্বর পাড়া,ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের গঞ্জুর মাতুব্বরপাড়া, গঞ্জুর মাতাব্বুর পাড়া ও দুর্গাপুর গ্রাম সহ ছয়টি গ্রামের হাজার হাজার মানুষের একমাত্র ভরসা এখন নড়বড়ে বাঁশের সাঁকো।এই ছয়টি গ্রামে ৩০ হাজারেও বেশি মানুষের বসবাস রয়েছে।
স্থানীয় এলাকাবাসি মোঃ আমির হোসেন জানান, স্বাধীনতার পর প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এ খালে তারা বাঁশের সাঁকো তৈরী করে পারাপার হচ্ছেন। প্রতিদিন ৬টি গ্রামের শত শত মানুষ এ বাঁশের সাঁকো দিয়ে কষ্টে পারাপার হয়। এ ছাড়াও পাশে ফরিদপুর সদর উপজেলার আরো তিন চারটি গ্রমের মানুষও এ সাঁকো ব্যাবহার করেন। একই এলকার আব্দুল খালেক, রহিম ব্যাপারি, রহিমা বেগম সহ আরো ভুক্তভোগী মানুষ তাদের দুর্ভোগের কথা জানান। দুই পাশের হাজার হাজার একর ফসলী জমির ফসল, স্কুলের ছোট ছোট শিক্ষার্থী,বয়স্ক,রোগী ও মহিলারা চলাচল করতে খুব সমস্যা হচ্ছে। মাঝে মাঝেই এ সাঁকো দিয়ে পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে।তাই অতি শিঘ্রই এ খালের উপর একটি ব্রিজ নির্মানের জোর দাবী জানান এসব গ্রাম বাসি।
উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন,এলাকার পাঁচ থেকে ছয়টি গ্রামের কয়েকশ পরিবারের হাজার হাজার মানুষ নিয়মিত চলাচল করে।ওই খালের ওপর ব্্রীজ নির্মাণের জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে প্রস্তাবনা পাঠিয়েছেন।
রাজবাড়ীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সিনিয়র সহকারী প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে ব্রিজের প্রকল্প চলমান রয়েছে,ওই প্রকল্পে ব্রিজটি যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে সেখানে ব্রিজ তৈরী করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, জনস্বার্থে তিনি ব্রিজের এ স্থানটি দেখেছেন।জন সাধারনের ভোগান্তি লাঘবে সেখানে একটি ব্রিজের প্রয়োজনে ইতমধ্যে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের সাথে কথা হয়েছে,চাহিদাও দেওয়া হয়েছে।ব্রিজটি অগ্রাধিকার ভিত্তিতে করার চেস্টা করবেন বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়