রাজবাড়ী হাসপাতালে দুদকের অভিযান, মাংস কম ৭ কেজি, ৬ ডাক্তার অনুপস্থিত

- Update Time : ০৭:০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালকসহ একটি টিম হাসপাতালে অভিযান পরিচালনা করে।
এ সময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি তালিকা অনুযায়ী কম খাবার সরবরাহ করা, সপ্তাহে এক দিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও ঈদের দিন ছাড়া না দেওয়া ও রোস্টার অনুযায়ী ৩২ জন ডাক্তার থাকার কথা থাকলেও ৬ জনই অনুপস্থিত পাওয়া যায়।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনকে অবগত করবেন বলে জানান ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার।
তিনি বলেন, আজকের খাবারের তালিকা অনুযায়ী প্রতিজন রোগীর যে পরিমাণ খাবার পাওয়ার কথা, তা সরবরাহ করা হচ্ছে না। মোট ২২ কেজি ২০০ গ্রাম মাংস দেওয়ার কথা থাকলেও রান্নাঘরে পাওয়া গেছে ১৫ কেজি ২০০ গ্রাম। যেখানে ৭ কেজিই কম পাওয়া গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়