সাংবাদিক নির্যাতন বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কালুখালীতে মানববন্ধন

- Update Time : ০৯:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ৫৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজবাড়ী জেলার কর্মরত সাংবাদিকরা।
রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে রবিবার বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত কালুখালী উপজেলার চাঁদপুর বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য ফজলুল হকের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং ভোরের কাগজের রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী।
এসময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমাদের সময়ের রাজবাড়ী প্রতিনিধি সোহেল রানা, যায়যাযদিন এর পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কালুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান, মানবাধিকার কর্মী নজরুল ইসলাম জোয়াদ্দার, বালিয়াকান্দি রিপোটার্স ক্লাবের সদস্য মোকারম হোসেন প্রমূখ।
বক্তারা অবিলম্বে সারা দেশের সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধের দাবী জানান। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের মুখ বন্ধ করার অপকৌশলের তীব্র বিরোধিতা করেন। সাংবাদিকরা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিলেরও দাবী জানান। তা না হলে অবশ্যই এই আইনের সংশোধনের জোর দাবী জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়