ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে পাংশায় সাংবাদিকদের মানববন্ধন
- Update Time : ০৫:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ৩৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মালেক প্লাজার সামনে পাংশা প্রেসক্লাব, জেলা রিপোর্টার্স ক্লাব, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পাংশা প্রেসক্লাব সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক সোহেল রানা, জেলা প্রেসক্লাবের সধারণ সম্পাদক সৌমিত্র শীল প্রমূখ।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের নানা ভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জরানো হচ্ছে। হয়রানি করা হচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে। অনুসন্ধানী সাংবাদিকদের এই আইন দিয়ে বেধে রাখা হচ্ছে। তাই দ্রুত এই কালো আইন বাতিলের দাবি জানান তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়