রাজবাড়ীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজী, দুই ভুয়া পুলিশকে থানায় দিলো জনতা
- Update Time : ০৫:৪৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
- / ১৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে এলাকাবাসী দুই ভুয়া পুলিশ আটকে করে থানায় দিয়েছেন।
আটককৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের রহিম তফাদারের ছেলে আবু সালাম (২৮) ও একই গ্রামের দেলোয়ার খানের ছেলে মাসুদ খান (২৭)।
এ ঘটনায় ভুক্তিভোগী ও সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের মৃত মোরশেদ মোল্লার ছেলে সমশের মোল্লা বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে গত বুধবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী জানিয়েছেন, তার মালিকানাধিন মাটিপাড়া বাজারে শাহিন এন্টার প্রাইজ নামে রিকশা মেরামত ও ক্রয়-বিক্রয়ের দোকান রয়েছে। গত ১৭ জানুয়ারী বিকালে মোটরসাইকেল নিয়ে আটককৃতরা আসে এবং পুলিশের লোক পরিচয় দিয়ে তাকে জানায় যে “ সে নাকি চোরাই রিকশা বিক্রি করেন, এই জন্য ওসি সাহেব তাকে থানায় ধরে নিয়ে যেতে বলেছেন, আর বাঁচতে চাইলে তাকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে”। তি সে সময় কথিত ওই পুলিশ সদস্যদের বলেন, কখনোই চোরাই রিকশা তিনি বেচা কেনা করেন না। ওই সময় তাকে থানার নিয়ে যাবার কথা বলেন, তিনি ভয়ে ৩২ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে বাকি ১৮ হাজার টাকা নিতে গত মঙ্গলবার বিকালে কথিত পুলিশ সদস্য সালাম ও মাসুদ তার দোকানে আসে এবং বাকি টাকা দেবার জন্য বলে, তিনি টাকা দিতে অস্বীকার করলে তারা তাকে থানায় ধরে নিয়ে যাবার হুমকী দেয়। ওই সময় তার সাথে কথাকাটাকাটির বিষয়টা স্থানীয়রা লক্ষ করে এগিয়ে আসে। তারা সালাম ও মাসুদকে আটক করে রাজবাড়ী থানায় সংবাদ দেয়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, থানা পুলিশের সদস্যরা সালাম ও মাসুদকে গ্রেপ্তার করে নিয়ে আসে। বুধবার তাদের আমালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়