গোয়ালন্দে মাটি টানা ড্রাম ট্রাক চাপায় তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু

- Update Time : ০৯:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মাটি টানা ড্রাম ট্রাকের চাপায় রিয়ান (১১) নামে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ওমর আলী মোল্লা পাড়ার সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রিয়ান গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ৬নং ওয়ার্ডের তেনাপঁচা গ্রামের রেজাউল করিমের ছেলে। সে দৌলতদিয়া আঞ্জুমান কাদেরিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি বাইসাইকেল যোগে দেবগ্রামের দিকে যাচ্ছিল; পথিমধ্যে ওমর আলী মোল্লা পাড়া গ্রাম এলাকার কলাবাগানের কাছে আসলে পেছন থেকে আসা দ্রুতগতির মাটিটানা ড্রামট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দিলে শিশুটি রাস্তায় পড়ে যায়। এতে ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনা স্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত রিয়ানের বাবা মাকে খবর দেয়। এসময় মাটি টানা গাড়িটি পালিয়ে যায়।
রিয়ানের বাবা রেজাউল ও মা পারভীন বলেন, আমার ছেলে দৌলতদিয়া আনজুমান কাদেরিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। আমাদের কোল যে খালি করেছে আমরা তার কঠিন বিচার চাই। ছোট্ট রিয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়