খানগঞ্জে জেলা পরিষদের জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ
- Update Time : ০২:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর খানগঞ্জের বেলগাছি রেল স্টেশনের পাশে ও বেলগাছি ফুটবল এসোসিয়েশন সংলগ্ন স্থানে জেলা পরিষদের লিজ দেওয়া জমিতে রাতের আধারে অবৈধভাবে দেওয়াল দিয়ে দখল করা জমির দেওয়াল উচ্ছেদ করা হয়েছে।
সেই সাথে ওই জমির বিরোধ নিস্পত্তি করে জেলা পরিষদের সার্ভেয়ারের মাধ্যমে জমির পরিমাপ নিরুপন করে তা দুই পক্ষ টুটুল শেখ ও নাজমুল ফকির উভয়ের মাঝে সমঝোতার ভিত্তিতে বন্টন করা হয়।বাটোয়ারায় টুটুল শেখের দোকানের পেছনের অংশ থেকে ৪ ফিট ও পাশের অংশ থেকে ৩ ফির ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়।
গত মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ ও প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল,খানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শরিফুর রহমান সোহান,অত্র ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোমিনুল ইসলাম মিন্টু,খানগঞ্জ কৃষকলীগ নেতা আক্কাস আলী, সাধারন সম্পাদক আবু নাসির সহ অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
গত মাসে টুটুল শেখের পুরাতন দোকানের সামনে অবৈধ ভাবে দেওয়াল নির্মান করে সামনের অংশ বন্ধ করে দখল নেওয়ার চেষ্টা চালায় পেছনের অংশে লিজ নেওয়া নাজমুল ফকির ও তার পরিবারের লোকজন।এ নিয়ে গত বেশ কুছুদিন ধরে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিলো।যা ৩০ মে গত মঙ্গলবার জেলা পরিষদ চেয়ারম্যান উক্ত স্থান পরিদর্শন করে তা সমাধান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়