চেয়ারম্যান পদে আ:লীগের মনোনয়ন পেলেন শফিকুল মোর্শেদ আরুজ
![](https://rajbaribarta.com/wp-content/uploads/2023/08/icon.png)
- Update Time : ০৯:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ৩৬ Time View
![](https://rajbaribarta.com/wp-content/uploads/2022/09/3-Photo1-copy-1024x512.jpg)
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ১৭ অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে রাজবাড়ীর প্রায় ১০ জন নেতা প্রচেষ্টা চালিয়েছেন। ওই প্রচেষ্টার পর শনিবার রাতে কেন্দ্রীয় ভাবে দেশের সকাল জেলা পরিষদের দরীয় প্রার্থী চুড়ান্ত করে আওয়ামীলীগ।
এর মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে, রাজবাড়ী পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজকে। বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টের বিপ্লব বড়–য়ার স্বাক্ষরিত চুড়ান্ত তালিকা থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
![](https://rajbaribarta.com/wp-content/uploads/2022/09/305184882_491283649109626_4021908522129801805_n-copy-1024x512.jpg)
প্রার্থীতা চুড়ান্ত হবার পর শফিকুল মোর্শেদ আরুজ রাজবাড়ী বার্তা ডট কম বলেন, তিনি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন এবং রাজবাড়ীর সকল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভোটার ভোট ও সমর্থন কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়