চুলের মুঠি ধরে ৭০ বছর বয়স্ক বৃদ্ধ মা’কে রক্তাক্ত জখম করলো ছেলে
- Update Time : ০৯:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ৩০৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে চুলের মুঠি ধরে ৭০ বছর বয়স্ক বৃদ্ধ মা সালেহা বেগম’কে কিল, ঘুষি ও লাথি মেরে রক্তাক্ত জখম করেছে ছেলে। এ ঘটনায় শনিবার সকালে বৃদ্ধা মা বাদী হয়ে ছেলে ফরিদ খান (৪০) সহ দশ জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। সালেহা বেগম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের মৃত ইসমাইল খানের স্ত্রী।
ওই বৃদ্ধা জানিয়েছেন, তার অপর ছেলে সেলিম খানের সাথে বড় ছেলে ফরিদ খানের দীর্ঘ দিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত ২৮ ডিসেম্বর রাতে আসামিরা সেলিম খানের স্ত্রী লিমা খাতুনকে মারপিট করে। বিষয়টি জানতে পেরে পর দিন সকালে লিমার বাবা মোর্শেদুল ইসলাম, মা সালমা বেগম, ভাই মুরাদ শেখ এবং চাচা বাচ্চু শেখ তাদের বাড়ীতে আসে। তারা আসা মাত্রই আসামিরা অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। সে সময় তিনি (বৃদ্ধা সালেহা বেগম) আসামিদের গালাগাল করতে নিষেধ করে। ওই সময় তার ছেলে ফরিদ খান চুলের মুঠি ধরে কিল, ঘুষি ও লাথি মেরে তাকে রক্তাক্ত জখম করে। সেই সাথে অন্যান্য আসামিরা আগত লিমার বাবা, মা, ভাই ও চাচাকেও বেধরক মারপিট করে। ওই সময় তার ছেলে সেলিম খানের বসত ঘরে প্রবেশ করে ১লাখ ৬০ হাজার টাকা মূল্যের মালামাল ভাংচুর করে এবং ঘরে থাকা জমি বিক্রির নগদ ৩ লাখ টাকা ও ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। সে সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলো মারপিটকারীরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
মামলার আসামি ফরিদ খান বৃদ্ধ মাকে মারপিট করার কথা অস্বীকার করে জানিয়েছেন, তার ভাই সেলিম খান একজন চতুর লোক। সে তার বাবা ও মার কাছ থেকে ভাগের অংশের চেয়ে অধিক পরিমান জমি লিখে নিয়েছে। অথচ ওই জায়গায় তারা আগে থেকেই বসত ঘর তৈরী করে বসবাস করে আসছেন। উল্টা সেলিম খান তার আত্নীয় স্বজন ডেকে এনে তাদের মারপিট করেছে।
এ মামলা তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আতিয়ার রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলিছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়