৫৫ দিনে ৩২শ কি:মি: পায়ে হেটে দেশের ৬৪ জেলা ভ্রমন করবে রাজবাড়ীর ইউছুফ
- Update Time : ০৬:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ১০ নভেম্বর থেকে ৫ জানুয়ারী পর্যন্ত টানা ৫৫ দিন পায়ে হেটে দেশের ৬৪ জেলা ভ্রমন করতে চান রাজবাড়ী কালুখালীর মোঃ ইকবাল মন্ডল ওরফে ইউছুফ (২২) নামের এক যুবক।
শনিবার দুপুরে রাজবাড়ীর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান হাঁটা প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে যাওয়া ইউসুফ। তিনি কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের দেলবর মন্ডলের ছেলে।
ইউসুফ বলেন, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, জীবন বাঁচাতে রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখতে পাঁয়ে হেঁটে ৫৫ দিনে দেশের ৬৪টি জেলা ভ্রমন করার লক্ষে আগামী ১০ নভেম্বর কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে তিনি হাটা শুরু করবেন। এবং ৫ জানুয়ারী নিজ জেলা রাজবাড়ীতে আসার মাধ্যমে শেষ হবে তার হাঁটা অভিযান। এ সময় তিনি প্রতিদিন গড়ে প্রায় ১০ ঘন্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার করে প্রায় ৩২০০ কিলোমিটার পথ হাঁটবেন। তবে এ বিষয়ে তার সহযোগিতায় এখনও কোন পৃষ্ঠপোষক এগিয়ে আসে নাই। এখন পর্যন্ত সম্পূর্ণ ব্যক্তি উদ্দ্যোগে তিনি এই কার্যক্রমকে এগিয়ে যাচ্ছেন। পৃষ্ঠপোষকতা পেলে তিনি আরও এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন। এ জন্য সবার দোয়া ও ভালবাসা কামনা তরেছেন তিনি।
তিনি আরও বলেন, এরআগে তিনি ২৪ ঘন্টায় খুলনা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩০ কিলোমিটার ও ১৪ ঘন্টায় ঢাকা থেকে পাঁয়ে হেঁটে রাজবাড়ীতে এসেছেন। এছাড়া তিনি নিজেকে ফিট রাখতে এখন দিনে প্রায় ৩০ কিলোমিটার পথ হাটেন।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছিফ মাহমুদ ও শুভাকাঙ্খি রকিব উদ্দিন খান মামুন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়