রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার আড়াই মাস পর ঘাতক স্বামী কুষ্টিয়া থেকে গ্রেপ্তার
- Update Time : ০৯:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ২৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে বিউটি বেগম নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনার আড়াই মাস পর তার ঘাতক স্বামী আব্দুল লতিফ কাজী (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ১১ টার দিকে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে আব্দুল লতিফ কাজী (৩৮) সাথে গত ১৯ জানুয়ারী রাত পৌনে ২টার দিকে তার স্ত্রী বিউটি বেগম (৩০) পারিবারিক বিষয়ে ঝগড়া লাগে। এক পর্যায়ে স্বামী লতিফ কাজী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বিউটি বেগমের মৃত্যু হয়। এ সময় হত্যার পর আব্দুল লতিফ কাজী পালিয়ে যায়। লতিফ ও বিউটি দম্পতির পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক কন্যা ও চার বছর বয়সী এক ছেলে রয়েছে।
নিহত বিউটি বেগমের ভাই মোঃ জহির উদ্দিন বলেন, বিউটি বেগমের স্বামী ব্যবসা করতেন। এছাড়াও তিনি ডায়াবেটিকস রোগে আক্রান্ত ও ছিলেন। দীর্ঘদিন যাবৎ তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। মাঝে মধ্যেই বিউটিকে মারধর করতো। বাড়ি থেকে বের করে দিতো। এ ব্যাপারে কয়েক বার শালিস করে আবার দুজনকে একত্র করে দেওয়া হয়েছে। বোনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সে পালিয়ে যায়। গত ২০ জানুয়ারী পিতা বিল্লাল মোল্যা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় লতিফ কাজীকে আসামী করে মামলা দায়ের করেন।
রাজবাড়ী সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আবুল হোসেন বলেন, স্ত্রীকে হত্যার পর থেকেই লতিফ কাজীকে গ্রেপ্তারের চেষ্টায় ছিলাম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ১১ টার দিকে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, স্ত্রী বিউটিকে হত্যার পর লতিফ গাঢাকা দিয়ে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন থাকতেন। মাঝে মধ্যে রাজমিস্ত্রীর সহযোগির কাজও করতেন। দিন-রাত সব সময়ই রেলওয়ে স্টেশনেই থাকতেন। তাকে শুক্রবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়