গোয়ালন্দে মুজিব জন্ম শতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

- Update Time : ০৮:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
- / ১১২ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ‘মুজিব জন্ম শতবর্ষ টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত এ খেলার উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল।
স্হানীয় বৈশাখী ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ ২২ রানে দূরন্ত ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমে ব্যাট করতে নেমে মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে। দুরন্ত ক্রিকেট একাদশ ২৪০ এর টার্গেটে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৭ রান তুলতে সমর্থ হয়।ব্যাট হাতে ব্যাক্তিগত ৫৪ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের ইমন। রানারআপ দলের এপি আকাশ ২৪০ রান ও ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নেয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ২০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়