কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৩ দিনে ৬৬ ঘন্টা ফেরি পারাপার বন্ধ
- Update Time : ০৬:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- / ২১৭ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
ঘন কুয়াশায় আজও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।এ পর্যন্ত চলতি শীত মৌসুমে ১৩ দিন ঘন কুয়াশায় ৬৬ ঘন্টা ফেরি পারাপার বন্ধ ছিল।
আজ (০৩ জানুয়ারী) মঙ্গলবার ঘন কুয়াশায় ভোর পৌনে ৫ টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি কতৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল পৌনে ১০ টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।এসময় মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে।দৌলতিয়া পাটুরিয়া নৌরুটের উভয় পাড়ে নদী পারের অপেক্ষায় থাকে কয়েকশ পন্যবাহি ট্রাক,কাভার্ডভ্যান,যাত্রীবাহি বাস,প্রাইভেটকার সহ বিভিন্ন ধরনের যানবাহন। দীর্ঘ সময় ফেরি ঘাট এলাকায় কুয়াশায় আটকে থেকে প্রচন্ড শীতে দুর্ভোগে পরেন যাত্রী ও চালকেরা।
বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যাবস্থাপক (বানিজ্য)খোরশেদ আলম জানান, কুয়াশার কারনে ভের পৌনে ৫ টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল পৌনে ১০ টায় কুয়াশা কমে যাওয়ায় ফেরি সার্ভিস চালু করা হয়।তবে ঘাটের দুই পাড়ে বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।ফেরি চালু থাকলে যানবাহন পারাপারে বেশি সময় লাগবেনা । আজ ১০ টি ছোট বড় ফেরি চলাচল করছে এ নৌ রুটে। ফেরি ঘাট সচল রয়েছে ৩ টি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়