৪ মার্চ রাজবাড়ী জেলা যুবলীগের সম্মেলন : কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রস্তুতি সভা
- Update Time : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রায় দেড়যুগ পর রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত পাল। প্রধান বক্তি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল। এছাড়া সভায় কেন্দ্রীয় ও জেলার নের্তৃবৃন্দসহ পদ প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
সভায় সম্মেলন সফল করতে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এদিকে প্রস্তুতি সভার পূর্বে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হন নেতাকর্মীরা।
উল্লেখ্য, আগামী ৪ মার্চ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এরআগে ২০০৫ সালে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। এবং ২০২২ সালের ২ অক্টোবর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অবশেষে ৪ মার্চ রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগ সম্মেলন — এই নিউজটি পরতে ক্লিক করুন — https://rajbaribarta.com/archives/70479
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়