রাজবাড়ীতে জেলা শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিত

- Update Time : ০৮:০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৪৪ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম : “জীবন দিয়েছে শ্রমিক ৮ ঘণ্টার শ্রমের সুবিধা ভোগ করছে পৃথিবীর সকল মানুষ” – এমন বক্তব্য দিয়ে মহান মে দিবস উপলক্ষে রাজবাড়ীতে অনুষ্ঠিত জেলা শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট বটতলায় এই সমাবেশের আয়োজন করা হয়। জেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল গফুর মণ্ডল।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “১৮৮৬ সালে শ্রমিকেরা ১৮ ঘণ্টার কাজের বিপক্ষে আন্দোলন করে জীবন দিয়ে ৮ ঘণ্টা কাজের স্বীকৃতি আদায় করে নেয়। অথচ আজও বাংলাদেশের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের পরিবার ভালো চিকিৎসা পায় না, শিশুরা ঠিকমতো পুষ্টি পায় না, ন্যায্য মজুরি থেকেও তারা বঞ্চিত।” তিনি অভিযোগ করেন, “শ্রম আইনে শ্রমিকদের পক্ষে কাজ করতে চাইলেও বর্তমান সরকার বাধা দিয়েছে। ঈদের সময়ও অনেক শ্রমিক তাদের মজুরি ঠিকমতো পায় না।”
তিনি আরও বলেন, “শ্রমিকদের একত্রিত হয়ে অধিকার আদায়ে রুখে দাঁড়াতে হবে। মর্যাদার সাথে বাঁচতে হলে তাদের ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিক নেতাকর্মীরা অংশ নেন এবং মে দিবসের গুরুত্ব ও শ্রমিক অধিকার বিষয়ে আলোচনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়