রাজবাড়ীতে ওয়ান শ্যুটার গানসহ নারী গ্রেপ্তার, ছড়িয়ে পড়েছে ভিডিও

- Update Time : ০৯:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ২০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান ও দুটি তাজা কার্তুজসহ মোছাঃ সুমি খাতুন (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত সুমি খাতুন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়ক এলাকার মীর আব্দুর রাজ্জাকের মেয়ে। সুমির স্বামীর নাম আনোয়ার হোসেন।
আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২ জুন) রাত ৮টার দিকে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কে সুমি খাতুনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তার স্বামী পলাতক আসামি আনোয়ার হোসেন এক ব্যক্তিকে একটি অস্ত্রের ব্যাগ বারান্দায় রাখার নির্দেশ দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি এসে বারান্দায় ব্যাগটি রেখে যায় এবং কিছুক্ষণ পর সুমি খাতুন ঘর থেকে বের হয়ে ব্যাগটি ভেতরে নিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব আরও জানান, অস্ত্রটি সুমি খাতুন তার স্বামীর সঙ্গে যোগসাজশে অন্যত্র সরানোর উদ্দেশ্যে হেফাজতে নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়