রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
- Update Time : ০৯:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৯০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় বরাট ইউনিয়ন বাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী সরদার, সহ সভাপতি শহিদ মোল্লা, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, নিহত সবুজের পিতা শেখ সামচুল আলম বাবু, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কার খান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরজাদ হোসেন আরজু, বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুজ্জামান রাজা, বরাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নেকবার হোসেন মোল্লা প্রমুখ।
বক্তৃতারা বলেন, উড়াকান্দা এলাকা এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে পড়েছে। এখানে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে চলছে। মাদক ব্যবসা থেকে শুরু করে সকল প্রকার অবৈধ কর্মকা- করছে এক শ্রেণীর সন্ত্রাসীরা। তাদের কর্মকা-ে বাধা হয়ে দাঁড়ানোর কারণে সবুজকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীদের আধিপত্য ঠিক রাখতেই এ হত্যাকা- ঘটানো হয়েছে। সবুজের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত রবিবার (২৩ এপ্রিল ) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম শেখের ছেলে বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সুমন সবুজকে তার বাড়ীর ঘরের মধ্যে গুলি করে সন্ত্রাসীরা । ওই দিনই রাত সাড়ে ১২ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শেখ সুমন সবুজ মারা যান। এ সময় নিহত সবুজের বন্ধু সজীব শেখ গুলিবিদ্ধ হয়, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হত্যাকান্ডের ঘটনায় মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে নিহতের বাবা সামশুল আলম বাবু বাদী হয়ে অজ্ঞাত আসামী করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ রাজবাড়ী সদর উপজেলার হাউলি জয়পুর এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে আজিজুল ইসলাম যুবরাজ (২১) ও রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের মোঃ দিরাজ আলী শেখের ছেলে পশু চিকিৎসক গোলাম মোস্তফা শেখ ওরফে নিজাম (৩৪) কে গ্রেপ্তার করে। হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে যুবরাজ ও নিজাম।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ইতিমধ্যে ২ আসামী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। অন্যান্য আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়