রাজবাড়ীতে ডিবি’র হাতে ফেনসিডিলসহ সৌরভ ও বিল্লাল গ্রেপ্তার
- Update Time : ০৩:২০:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ফেনসিডিলসহ রাজবাড়ী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ ইফতি হক সৌরভ (৩৪) এবং ১২ টি মাদক মামলার আসামি মোঃ বিল্লাল শেখ ওরফে বিল্লাল হোসেন (৪৭) কে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখার সদস্যারা তাদের গ্রেপ্তার করে।
সৌরভ রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দার বড়পুল এলাকার এনামুল হকের ছেলে এবং বিল্লাল জেলা শহরের চর লক্ষীপুর মধ্যপাড়া গ্রামের মৃত আহম্মদ আলী শেখের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের চর লক্ষীপুর গ্রামের জনৈক মোঃ হিরু সরদার মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে মোঃ ইফতি হক সৌরভকে এক বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে সৌরভের দেয়া তথ্যানুযায়ী মাদক স¤্রাট খ্যাত জেলা শহরের চর লক্ষীপুর মধ্যপাড়ার বাড়ী থেকে বিল্লাল হোসেনকে আরো ৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, বিল্লালের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। এ ঘটনায় সোমবার রাজবাড়ী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”- এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করছে রাজবাড়ী জেলা পুলিশ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়