রাজবাড়ীতে সনাক-এর উদ্যোগে ২ দিন ব্যাপী তথ্য মেলা সম্পন্ন
- Update Time : ১০:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ১৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে দু-দিন ব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়। তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন তথা সাধারন মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য অধিকার আইনটি সু-প্রতিষ্ঠিত করার মাধ্যমে গোপনীয়তার সংস্কৃতি পরিহার এবং তরুণ সমাজকে দুর্নীতি বিরোধী চেতনায় উজ্জীবিত করার প্রত্যয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের সহায়তায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ীতে তথ্য মেলার আয়োজন করে।
তথ্য মেলার সমাপনী অনুষ্ঠানে সনাক সভাপতি প্রফেসর মোঃ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুর রহমান শেখ। সনাক সদস্য জাহাঙ্গীর হোসেন ও সানজিদা আক্তার এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর অতএব আহমেদ, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক প্রবীর বড়–য়া প্রমূখ ।
৬ ডিসেম্বর জেলা প্রশাসক আবু কায়সার খান মহোদয় তথ্য মেলারউদ্বোধন করেন। তথ্য মেলা ২০২২ এ স্টলের মাধ্যমে তথ্য উপস্থাপন করে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সিভিল সার্জন অফিস, এলজিইডি,জেলা আনসার ও ভিডিপি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, , মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস, জেলা শিক্ষা অফিস, রাজবাড়ী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,জেলা প্রাণী সম্পদ দপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর,গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি, বিআরটিএ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, পল্লী উন্নয়ন বোডর্, জেলা সমবায় অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বাংলাদেশ মহিলা পরিষদ, বিসিক,কর্মজীবি কল্যান সংস্থা ,সনাক ও টিআইবিসহ মোট ২৮ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রাতিষ্ঠানিক তথ্য উন্মোচন, কার্টুন প্রদর্শনী, মেলার স্টলে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাদের নামের বোর্ড স্থাপন, ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেক্স এর মাধ্যমে আরটিআই ওরিয়েন্টেশন, প্রতিষ্ঠান ভিত্তিক তথ্য প্রদান রেজিস্টার ব্যবহার, সাধারন মানুষকে অবহিত করণ, ইত্যাদি কার্যক্রমের মধ্য দিয়ে তথ্য মেলা সম্পন্ন হয়।
আলোচনা সভা শেষে অতিরিক্তি জেলা প্রশাসক এবং সনাক সভাপতি ও তথ্য মেলা উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ সাইফুল্লাহ অংশগ্রনকারী সকল সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিদের হাতে অভিনন্দনপত্র তুলে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়